shadow

গঠনতন্ত্র [পৃষ্ঠা-০৩]

ক) নির্বাহী পরিষদের যে কোন সভায় এক-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হলেই কোরাম পূর্ন হবে। কোরামের অভাবে কোন সভা মূলতবিহলে পরবর্তী সভা আহবানের সময় সদস্যদেরকে তা জানাতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না হলেও কোরাম পূর্ন হয়েছে বলে গন্য করা হবে।
খ) যে কোন সাধারণ সভায় এক-চতুর্থাংশ সদস্য উপস্থিত হইলেই কোরাম হইবে।
গ) সাধারণ সভায় কোরাম পূর্ন না হলে সভা মুলতবী ঘোষিত হবে। মুলতবী সভা পরবর্তী সপ্তাহের একই দিন অনুষ্ঠিত হবে। মুলতবি সভার কোরাম প্রয়োজন হবে না বা যে কোন সংখ্যক সদস্য উপস্থিত হলেই কোরাম পূর্ন হবে এবং আহুত সভার কার্যাদী পরিচালনা করা যাবে।

ক) নির্বাহী পরিষদ কর্তৃক গৃহীত যে কোন হিসাবের সমুদয় অর্থ সংগঠনের তহবিলে জমা হবে। তহবিল যে কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।
খ) সংগঠনের তহবিলে সদস্য্যদেরকাছ থেকে গৃহীত ফি,চাঁদা, অনুদান জমা হবে। নিম্নাক্তভাবে সংগঠনের সদস্যদের নিকট হতে উক্ত ফি, চাঁদা ও অনুদান গ্রহণ করা যাবে।
১. সদস্য অন্তর্ভূক্তি ফি ১০০/- (এক শত) টাকা
২. সাধারণ সদস্যদের বার্ষিক চাঁদা ২০০/-(দুই শত) টাকা।
৩. আজীবন সদস্যের এককালীন নুন্যতম ১০,০০০/-(দশ হাজার) টাকা।
৪. বিশেষ সদস্যের অনুদান এককালীন নুন্যতম ১,০০,০০০/- (এক লক্ষ)টাকা।
৫. সংগঠনের কার্যে আগ্রহী ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছ থেকে যে কোন ধরনের অনুদান, উপহার অথবা এককালীন দান সংগঠন গ্রহণ করতে পারবে।

নির্বাহী পরিষদ সংগঠনের হিসাব নিরিক্ষার জন্য পেশাদার নিরিক্ষক দ্বারা অথবা সাধারণ সভা কর্তৃক নিযুক্ত অডিট কমিটির দ্বারা প্রতি বৎসরের হিসাব নিরিক্ষা করাবেন।

সংগঠনের বাৎসরিক হিসাব কাল হবে পঞ্জিকাবর্ষের ০১ লা জানুয়ারী হতে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।

সাধারণ সভার অর্ধেকের বেশি সদস্যের সমর্থনে গঠনতন্ত্র সংশোধন করা যাবে।

গঠনতন্ত্রের কোন ধারা কিংবা শব্দ/ বাক্য নিয়ে বিতর্ক দেখা দিলে এবং গঠনতন্ত্রের অভ্যন্তরে সেই বিষয় সম্পর্কে ব্যাখ্যা না থাকলে নির্বাহী পরিষদ যে ব্যাখ্যা দিবে তা চুড়ান্ত বলে গণ্য হবে।

সাধারণ সদস্যের তিন চতুর্থাংশের সিদ্ধান্তক্রমে সংগঠন বিলুপ্ত করা যেতে পারে। কোন কারণে সংগঠন বিলুপ্ত হলে সংগঠনের যাবতীয় দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পদ এবং তহবিল সাধারণ পরিষদ কর্র্তৃক নির্ধারণ সাপেক্ষে সকল সদস্যেদের মধ্যে সমান ভাবে বন্টন অথবা একই উদ্দেশ্যে গঠিত অন্য কোন সংগঠনকে হস্তান্তর করা যাবে।

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম