shadow

গঠনতন্ত্র [পৃষ্ঠা-০২]

ক) নির্বাহী পরিষদ সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে দুই (২) বৎসরের জন্য নির্বাচিত হবেন।
খ) নির্বাহী পরিষদের সময়সীমা অতিক্রান্ত হবার নুন্যতম ৩০ দিন পূর্বে পরিষদের সভায় পরিষদ সদস্যগণের মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ৩-৫ সদস্যের একটি নির্বাচন কমিশন অথবা বিষয় নির্ধারণী কমিটি গঠন করা হবে। একজন প্রধান নির্বাচন কমিশনার/আহ্বায়ক এবং ২-৪ জন সহকারী নির্বাচন কমিশনার/সদস্য নিয়ে নির্বাচন কমিশন/বিষয় নির্ধারণী কমিটি গঠিত হবে। নির্বাচন কমিশন দায়িত্ব প্রাপ্তির পরপরই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষনা করবেন অথবা বিষয় নির্ধারণী কমিটি হলে তাঁরা একটি নির্বাহী পরিষদের রুপরেখা উপস্থাপন করবেন। গোপন ব্যালট অথবা হাউসে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নির্বাহী পরিষদ গঠন করা যাবে।

ক) নির্বাহী পরিষদ সংগঠনেরর সকল কার্যাবলী পরিচালনা করবে।
খ) কোনরূপ পক্ষপাত ব্যতিরেকে নির্বাহী পরিষদ নিম্নলিখিত ক্ষমতার অধিকারী হবেন ও কর্তব্যসমুহ পালন করবেন;<
১. সংগঠনের উদ্দেশ্য ও স্বার্থ, সমুন্নত রাখা।
২. সংগঠনের উদ্দেশ্য, অভিপ্রায় এবং বিধান যথাযথভাবে কার্য্যে পরিণত করা।
৩. সংগঠনের স্থাবর-অস্থাবর যে কোন সম্পত্তি ক্রয় করা, ইজারা নেয়া অথবা সংগ্রহ করা।
৪. সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার উদ্দেশ্যে নির্বাহী পরিষদ এক বা একাধিক সাব-কমিটি/উপ-কমিটি গঠন ও তদসম্পর্কিত বিধি, উপ-বিধি প্রনয়ন করতে পারবেন এবং উক্ত বিধি বা উপ-বিধি নির্বাহী পরিষদে আলোচনা সাপেক্ষে সংক্ষাগরিষ্ঠ ভোটে গৃহীত হবে।
৫. সংগঠনের যে কোন বেতনভুক্ত কর্মচারীকে নিয়োগ, সাময়িকভাবে বরখাস্ত অথবা স্থায়ীভাবে বরখাস্ত করতে পারবে।
৬. সাধারণ পরিষদে পেশ করার পূর্বে বার্ষিক নিরিক্ষিত ব্যালেন্স শীট এবং সাধারণ সম্পাদকের বার্ষিক বিবরণী সংগ্রহ করা।
৭. সংগঠনের তহবিল পরিচালনা করা।
৮. সংগঠনের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদক (অর্থ) ৩ জনের স্বাক্ষরে পরিচালিত হবে। যে কোন ২ জনের যৌথ স্বাক্ষরে অর্থ লেন-দেন করা যাবে।

ক) নির্বাহী পরিষদের সভা আহবানের জন্য অন্তত: সাত দিনের বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু জরুরী ক্ষেত্রে ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে সভা আহ্বান করা যাবে।
খ) সাধারণ সভা অনুষ্ঠানের অন্তত ১৫ দিন পূর্বে প্রত্যেক সদস্যের নিকট বিজ্ঞপ্তি পৌঁছাতে হবে (পত্র মারফত অথবা অনলাইন যোগাযোগের মাধ্যমে)। দিন, তারিখ, সময়, স্থান ও বিশেষ কর্তব্য কার্যের সাধারণ প্রকৃতি উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। বিশেষ কারণে কোন সদস্যকে বিজ্ঞপ্তি দেওয়া না হলে বা কোন সদস্য বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে সাধারণ সভার কাজে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম