অকাল প্রয়াত মুন্নার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
এতদ্বারা দর্শনা পরিবারের সন্মানিত সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দর্শনা পরিবারের দপ্তর সম্পাদক অকাল প্রয়াত হাবিবুর রহমান (মুন্না) এর স্মরণে একটি শোকসভা ও দোয়া মাহফিল আগামী ২২ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ঢাকার আগারগাঁও-এ প্রত্নতত্ত্ব ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মরহুম হাবিবুর রহমান (মুন্না) গত ১লা এপ্রিল অনাকাঙ্খিতভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। দর্শনা পরিবার তাদের দপ্তর সম্পা্দককে হারিয়ে আজ গভীর শোকার্ত।
দর্শনা পরিবার আয়োজিত মুন্নার বিদেহি আত্নার রুহের মাগফিরাত কামনা করে উক্ত সভায় দর্শনা পরিবারের সকল সদস্য ও তার আত্মীয়-শুভাকাঙ্ক্ষীদের ঐদিন উপস্থিতি হবার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
-----
অনুরোধক্রমে
আব্দুল হামিদ পিন্টু
সাধারন সম্পাদক
দর্শনা পরিবার
Submit Comment