সদস্য হবার নিয়মাবলি
দর্শনা পরিবারের উদ্দেশ্যঃ
ক. সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
খ. দর্শনার ঐতিহ্য রক্ষাসহ শিক্ষা, সাহিত্য, ক্রিড়া, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা।
গ. দর্শনার কোন বাসিন্দা কারো দ্বারা ক্ষতিগ্রস্থ হলে তার ন্যায্যতা প্রাপ্তিতে সহযোগিতা করা।
ঘ. দর্শনায় যে কোন প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানো।
ঙ. নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সম্ভাবনাকে কাজে লাগাতে সহযোগিতা করা।
কারা সদস্য হতে পারবে?
জন্ম/বিবাহ/শিক্ষা/কর্ম/স্থায়ী বসবাস সূত্রে দর্শনার সাথে সম্পর্কিত ১৮ বছরের অধিক বয়সের ঢাকায় বসবাসকারী যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবেন।
আমাদের সদস্যের ধরণঃ
সংগঠনে তিন প্রকার সদস্য থাকবে।
ক. সাধারণ সদস্য
খ. আজীবন সদস্য
গ. বিশেষ সদস্য
ক. সাধারণ সদস্য
সংগঠনের ধারা ৮ এর শর্তানুসারে যে কোন ব্যক্তি সাধারণ সদস্য হতে পারবেন। সাধারণ সদস্যকে বার্ষিক ২০০/- (দুই শত) টাকা চাঁদা প্রদান করতে হবে ।
খ. আজীবন সদস্যঃ
দর্শনার যে কোন বাসিন্দা এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা চাঁদা প্রদান করে আজীবন সদস্য হতে পারবেন। ধারা ৮ এর যোগ্যতানুসারে বর্তমানে বিদেশে অবস্থানরত যে কোন ব্যক্তি সংগঠনের সাথে থাকতে চাইলে তিনি আজীবন সদস্যপদ গ্রহণ করে সংগঠনের সদস্য থাকতে পারবেন। আজীবন সদস্যদেরপূর্ণ ভোটাধিকার থাকবে কিন্তু তিনি কার্যনির্বাহী পরিষদের কোন পদের জন্য প্রার্থী হতে পারবেন না।
গ. বিশেষ সদস্যঃ
যে কোন ব্যক্তি(সংগঠনের আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী) সংগঠনের কল্যাণার্থে নুন্যতম ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা প্রদান করে বিশেষ সদস্য হতে পারবেন। বিশেষ সদস্যের ভোটাধিকার থাকবে কিন্তু তিনি নির্বাহী পরিষদের কোন পদের জন্য প্রার্থী হতে পারবেন না। তিনি সংগঠনের বিভিন্ন সভা ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।
আমাদের সদস্য ফিঃ
১. সদস্য অন্তর্ভূক্তি ফি ১০০/- (এক শত) টাকা
২. সাধারণ সদস্যদের বার্ষিক চাঁদা ২০০/-(দুই শত) টাকা।
৩. আজীবন সদস্যের এককালীন নুন্যতম ১০,০০০/-(দশ হাজার) টাকা।
৪. বিশেষ সদস্যের অনুদান এককালীন নুন্যতম ১,০০,০০০/- (এক লক্ষ)টাকা।
আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে ওয়েব সাইট ভিজিট করুন অথবা কল করুনঃ 0197DARSANA (01973 277 262)। সদস্য নিবন্ধনের জন্য নিচের ফর্মটি পূরণ করে আমাদেরকে পাঠান আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।
দর্শনা পরিবার প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। দর্শনা পরিবার ঢাকাস্থ দর্শনাবাসিদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক-সামাজিক সংগঠন। আমাদের মূল্যবোধ হচ্ছে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও দল নিরপেক্ষ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল, নারী ও পুরুষের প্রতি সম-মর্যাদা, একের প্রতি অপরের শ্রদ্ধা ও ভালোবাসা। মূলত এলাকার মানুষজনদের নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম এর মাধ্যমে একত্রিত হয়ে সমাজ গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য।
দর্শনা পরিবার © কপিরাইট ২০২৩ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম