shadow

লক্ষ্য ও উদ্দেশ্য

দর্শনা পরিবার প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। দর্শনা পরিবার ঢাকাস্থ দর্শনাবাসিদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক-সামাজিক সংগঠন। মূলত সদস্যদের নিয়ে আড্ডার পরিবেশ তৈরি লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও নিজ সদস্যদের মাধ্যমে ঢাকা ও দর্শনায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে দর্শনা পরিবার। নিম্নে আমাদের মূল্যবোধ, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হলঃ

আমাদের মূল্যবোধঃ

ক. গণতান্ত্রিক
খ. অসাম্প্রদায়িক ও দল নিরপেক্ষ
গ. মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল
ঘ. নারী ও পুরুষের সম-মর্যাদায় বিশ্বাস
ঙ. পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা

আমাদের উদ্দেশ্যঃ

ক. সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
খ. দর্শনার ঐতিহ্য রক্ষা সহ শিক্ষা, সাহিত্য, ক্রিড়া, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা।
গ. দর্শনার কোন বাসিন্দা কারো দ্বারা ক্ষতিগ্রস্থ হলে তার ন্যায্যতা প্রাপ্তিতে সহযোগিতা করা।
ঘ. দর্শনায় যে কোন প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানো।
ঙ. নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সম্ভাবনাকে কাজে লাগাতে সহযোগিতা করা।

আমাদের প্রধান লক্ষ্যঃ

ক. সদস্যদের পরিবারের মধ্যে আড্ডার পরিবেশ গড়ে তোলা।
খ. নতুন প্রজন্মের সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা ও তার পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগিতা করা।
গ. আপদকালীন সময়ে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা।
ঘ. দর্শনার কোন ব্যক্তি সৃজনশীল কোন উদ্যোগ গ্রহণ করলে তার বিকাশে সহযোগিতা করা।
ঙ. সংগঠনের সদস্য এবং দর্শনাবাসীদের জন্য হিতকর ও উন্নয়ন মূলক প্রকল্পে / কার্যক্রমে সহায়তা করা।
চ. দর্শনার শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়ন সাধনে কাজ করা।
ছ. সংগঠনের সদস্যগদের মাধ্যমে সাংস্কৃতিক ও ভাবগত ঐক্য এবং মনোভাব গঠনে পত্র পত্রিকা, সাময়িকী এবং অন্যান্য প্রকাশনা, সম্পাদনা প্রকাশ করা।

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম