বনভোজন উৎযাপন পরিষদের বৈঠক ১১ ফেব্রুয়ারি
এতদ্বারা দর্শনা পরিবারের সন্মানিত বনভোজন উৎযাপন পরিষদের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের আগামী মার্চ এর ৪ তারিখের বনভোজন আনন্দময় ও সফলভাবে উৎযাপনের লক্ষে সার্বিক অগ্রগতি বিষয়ে একটি সভা আগামী ১১ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার লালমাটিয়া ওয়েব কার্যালয়ে সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
ঐদিন সদস্যদের বনভোজনে অংশগ্রহণের তালিকা উৎযাপন পরিষদের কাছে জমা দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত সভায় উৎযাপন পরিষদের আহবায়ক, বিভিন্ন উপকমিটির সদস্য ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
-----
অনুরোধক্রমে
বজলুর রহমান (বজলা)
আহবায়ক
উৎযাপন পরিষদ
Submit Comment