shadow

কবুতর পালন করে স্বাবলম্বী ঝিনাইদহের মেহেদি হাসান

কবুতর পালন করে স্বাবলম্বী হবার গল্প
ছবিঃ কবুতর পালন করে স্বাবলম্বী হবার গল্প

৪ বছর আগে শখের বশে ঢাকার কাটাবন এলাকা থেকে একজোড়া কিং কবুতর কিনে বাড়ীতে আনেন ঝিনাইদহ শহরের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের বেকার যুবক মেহেদি হাসান। কিছুদিন পালন করার পর একজোড়া বাচ্চাও হয় সেই কবুতরের। বড় করে সেই কবুতর জোড়া বিক্রি করেন ৬ হাজার টাকা। তখন থেকেই মাথায় আসে বাণিজ্যিক ভাবে কবুতর পালন করার কথা। আরও কিছু কবুতর কিনে বাড়ীর আঙ্গিনায় বাণিজ্যিকভাবে গড়ে তোলেন কবুতরের খামার। এ খামারের আয় থেকে ক্রয় করেছেন জমি, গড়ে তুলেছেন পাকা বাড়ি।

মেহেদী হাসান এখন বেকার যুবকদের অনুকরণীয় একজন যুবক। প্রতিদিনই দেশের দূর-দূরান্ত থেকে মানুষ আসছে মেহেদী হাসানের বাড়ীতে। তিনি জানান, ৪ বছর আগে ঢাকার কাটাবন এলাকা থেকে একজোড়া কিং কবুতর কিনে আনেন তিনি। প্রথম একজোড়া বিক্রি করে তার মাথায় আসে বাণিজ্যিক ভাবে কবুতরের খামার করার। স্ত্রী শারমিন হাসানের সহযোগীতায় বাড়ীর আঙ্গিনায় গড়ে তোলেন মেহেদি প্রিজন ফার্ম। বর্তমানে তার খামারে ৫০ প্রজাতির বিদেশি কবুতর রয়েছে। এর মধ্যে ৪২ হাজার টাকা জোড়া মূল্যের ইয়োলো বোখরা, ১০ হাজার টাকা মূল্যের মডেনা ব¬ু কিং, ম্যাগপাই ও আওল এবং ৬ হাজার টাকা মূল্যের বিউটি হুমার।

আছে ৬ থেকে ২০ হাজার টাকা মূল্যের পাকিস্তানি ব¬ু সিরাজি, কালো কিং, লাল কিং, হলুদ কিং, হোয়াইট কিং, সাটিং, শ্যালো, নানপারভিন, সিংহ ও হাইপিলার। ৬ হাজার টাকা মূল্যের অস্ট্রেলিয়ার কিং। ২ হাজার টাকা মূল্যের ভারতীয় বোম্বাই ও লোটন এবং দেশি সোয়াচন্দন।

মেহেদি হাসান আরও জানান, বিদেশি জাতের এসব কবুতর দেশের বিভিন্ন জেলা থেকে যেমনÑ ঢাকা, রাজশাহী, খুলনা, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, মাগুরা ও ফরিদপুর থেকে সংগ্রহ করেছেন। বর্তমানে তার খামারে উৎপাদিত বিদেশি জাতের কবুতরের বাচ্চা দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে ১ হাজার থেকে ৪০ হাজার টাকা জোড়ায় বিক্রি করেন। কবুতর বিক্রির জন্য তিনি ফেসবুকে পেজ খুলেছেন। যার মাধ্যমে ঘরে বসেই সে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন।

তিনি জানান, ২০ হাজার টাকা খরচ করে এক জোড়া বিদেশি কবুতর পুষলে বছরে সব খরচ বাদ দিয়ে ৩০ হাজার টাকা লাভ থাকে। এক জোড়া কবুতর কমপক্ষে ৪ জোড়া বাচ্চা দেয়। প্রতি জোড়া বাচ্চার দাম ১০ হাজার টাকা। কবুতরের খাবার বাবত এক বছরে খরচ হয় ১৫ শ’ থেকে ২ হাজার টাকা। অন্যান্য খরচ ৪ হাজার টাকার মতো। এ হিসাবে খরচ বাদ দিয়ে ২০ হাজার টাকার এক জোড়া কবুতরে ৩০ হাজার টাকার ওপর লাভ থাকে। এভাবেই ৪ বছর খামারে উৎপাদিত বাচ্চা ও কবুতর বিক্রি করে উলে¬খযোগ্য আর্থিক পরিবর্তন আনতে পেরেছেন।

প্রতিবেশী স্কুল ছাত্র সাব্বির হোসেন জানান, মেহেদি হাসানের কাছ থেকে কবুতর কিনে লালন-পালন করে বিক্রি করে নিজের খরচ চালাচ্ছেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কানাই লাল স্বর্ণকার জানান, মেহেদি হাসান বিদেশী বিভিন্ন জাতের কবুতর পালন করে আজ স্বাবলম্বী। যেকোন প্রকার সমস্যা নিয়ে সে আসলে তাকে সঠিক পরামর্শ দেওয়া হয়।

Submit Comment

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম