shadow

দর্শনা উপজেলা বাস্তবায়নে ৫ কিমি মানববন্ধন

উপজেলা আন্দোলনে একাত্মতায় দর্শনা পরিবার
ছবিঃ উপজেলা আন্দোলনে একাত্মতায় দর্শনা পরিবার

চুয়াডাঙ্গার শিল্প ও বাণিজ্যিক শহর দর্শনায় উপজেলা বাস্তবায়নের দাবিতে তিন কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ। ছাত্র সমাজের ডাকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা বাসস্ট্যান্ড থেকে মেমনগর বকচত্বর পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌরসভার বর্তমান মেয়র মহিদুল ইসলাম, নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান,জামায়াতের জেলা সেক্রেটারি মো:রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারী, বিভিন্ন এনজিও কর্মী, রেলশ্রমিকসহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তরা বলেন, দর্শনা একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। এখানে দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এ্যান্ড কোম্পানী, স্থল ও রেলবন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট, আন্তর্জাতিক রেলস্টেশনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এখান থেকে সরকার প্রতিবছর প্রায় ২’শ কোটি টাকার রাজস্ব আয় করে। উপজেলা করার মতো সকল স্থাপনা এখানে বিদ্যমান। দর্শনাতে দ্রুত উপজেলা বাস্তবায়নের পদক্ষেপ না নেয়া হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন বক্তারা।দর্শনা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক আনোয়ার হোসেন জানান, দর্শনাকে উপজেলা করতে পার্শ্ববর্তী বেগমপুর, তিতুদহ, গড়াইটুপি, নেহালপুর, কুড়ালগাছি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ও দর্শনা পৌরসভার নাগরিকরা একাত্মতা ঘোষণা করেছেন। সুতরাং দর্শনাকে উপজেলা করতে সরকারের সদিচ্ছাই যথেষ্ট।

ঢাকাস্থ দর্শনাবাসিদের সংগঠন দর্শনা পরিবার এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

Submit Comment

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম