shadow

দামুড়হুদায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ছবি: রয়টার্স
ছবিঃ আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ছবি: রয়টার্স

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার জয়রামপুর চায়ের দোকান মোড় নামকস্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ বাসযাত্রী।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই চালকের মৃতদেহ বাসের মধ্য থেকে বের করেন। নিহতরা হলেন- দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৩৭), পূর্বাশা পরিবহনের চালক শান্তি (৩৫) এবং বাসযাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আরজ আলী (২২)।

আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার বলদিয়া গ্রামের আসাদুজ্জামান, দামুড়হুদার দর্শনার ইসলামবাজার এলাকার সৌরভ, রাজবাড়ীর হেলাল, মুজিবনগরের বাগোয়ান এলাকার হালিমা খাতুন, দামুড়হুদার শিবনগরের বেলী খাতুন ও বড় বলদিয়ার শাহিনা খাতুন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন এবং বাসযাত্রী আরজ আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, আহত যাত্রীদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আরজ আলীর মৃত্যু হয়।

এদিকে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের ওপর এ সড়ক দুর্ঘটনার ফলে সড়কের উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা ১০ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। দামুড়হুদা থানা পুলিশকে যানজট নিরসন করতে হিমশিম খেতে দেখা গেছে।

Submit Comment

দর্শনা পরিবার © কপিরাইট ২০২৪ । কারিগরি সহায়তা : এড্রেস বাজার ডট কম